WELCOME | Noakhali Ideal Polytechnic Institute
  • মোবাইলঃ
  • ০১৭৭০-৬০৯০১০
  • ই. মেইল
  • nipi.68027@gmail.com
  • ঠিকানাঃ
  • নুরুল হক টাওয়ার, সদর উপজেলা পরিষদ সংলগ্ন, প্রধান সড়ক, মাইজদী কোর্ট, নোয়াখালী, বাংলাদেশ
  • অধ্যক্ষের বাণী

    নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট (NIPI) একটি স্ব-অর্থায়নে পরিচালিত আদর্শ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান বিশ্বায়নের যুগে একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় বৃহত্তর নোয়াখালীর শিক্ষার্থীদেরকে প্রযুক্তি নির্ভর জ্ঞানের সাথে সম্পৃক্ত করে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দেশের একজন দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যে ১৯৯৯ সালে নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট (NIPI) প্রতিষ্ঠান কোড ৬৮০২৭, ইআইআইএন নং -১৩২৫৭২, মাইজদী শহরের প্রানকেন্দ্রে প্রধান সড়কের পার্শে জহুরুল হক মিয়ার গ্যারেজ নামক স্থানে প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে সদর উপজেলা পরিষদ সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী, নুরুল হক টাওয়ারে অবস্থিত। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সকল নিয়ম কানুন ও শর্ত পূরন করে ২-১০-২০০০সালে কম্পিউটার ও ইলেকট্রনিক্স টেকনোলজি অনুমোদিত হয়। পরবর্তীতে ৫-৭-২০১০সালে সিভিল ও ইলেকট্রিক্যাল টেকনোলজির অনুমোদন নেয়া হয় এবং ৭-৮-২০১২সালে সিভিল ও ইলেকট্রিক্যাল টেকনোলজির আসন বৃদ্ধি এবং মেকানিক্যাল টেকনোলজির অনুমোদন নেয়া হয়। সর্বশেষ ১৮-৬-২০১৫সালে টেক্সটাইল ও গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং টেকনোলজির অনুমোদন নেয়া হয় (যা বর্তমানে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, ওয়েট প্রসেসিং, এপারেল ম্যানুফ্যাচারিং) বর্তমানে এই ৮টি টেকনোলজি নিয়ে এই প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে। বর্তমান সরকারের মিশন-ভিশন ২০২১ ও ২০৪১বাস্তবায়নে এই প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে চলেছে। যার ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয়,  বিশ্বব্যাংক ও কানাডা সরকারের অর্থায়নে স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (STEP) এর আওতায় প্রতিষ্ঠান যোগ্য বিবেচিত হওয়ায় শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করা হয়। এই প্রতিষ্ঠান ২০১৭ এবং ২০২২ সালে চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়। শিক্ষার্থীদের প্রতিষ্ঠানিক তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার পাশাপাশি আদর্শ নাগরিক এবং মানবিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে রাষ্ট্রীয়, সামাজিক ও জাতীয় দিবস পালন, খেলাধুলা, রোভার স্কাউট, গার্লস গাইড, বিতর্ক প্রতিযোগীতা, স্কিলস কম্পিটিশন, কুইজ প্রতিযোগীতা এবং TQM চর্চা করা হয়। সর্বোপরি একজন শিক্ষার্থীকে প্রযুক্তি নির্ভর দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে এই প্রতিষ্ঠান বদ্ধ পরিকর।

    মোঃ আহসান উল্লাহ শিমুল
    অধ্যক্ষ
    নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট