WELCOME | Noakhali Ideal Polytechnic Institute
  • মোবাইলঃ
  • ০১৭৭০-৬০৯০১০
  • ই. মেইল
  • nipi.68027@gmail.com
  • ঠিকানাঃ
  • নুরুল হক টাওয়ার, সদর উপজেলা পরিষদ সংলগ্ন, প্রধান সড়ক, মাইজদী কোর্ট, নোয়াখালী, বাংলাদেশ
  • “নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট” এবং “নোয়াখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ” প্রতিষ্ঠার ২৩ বছরের ইতিহাস

    মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমত ও অপার কৃপায় ‘নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট’ ও ‘নোয়াখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ ২৩ বছর অতিক্রম করেছে। এই সময়ের পথচলা ওয়েবসাইটে তুলে ধরতে গিয়ে স্মরণীয় ঘটনাবলি লেখার চেষ্টা করেছি। বাংলাদেশে বেসরকারি উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করার অনুমতি দেয়ার পর হতে ভাবতে থাকি কীভাবে নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীদের জন্য কর্মমুখী শিক্ষার সুযোগ তৈরি করা যায়। কারণ নোয়াখালীতে সরকারি বা বেসরকারি উদ্যোগে তখন পর্যন্ত একটিও পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় নি। সরকারি উদ্যোগে এখনও পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয় নি। সেই চিন্তা থেকেই ১৯৯৯ সালের জুলাই মাস হতে নোয়াখালীতে বাড়ি খুঁজতে থাকি। এর মধ্যে অক্টোবর ১৯৯৯ইং-এ কদমতলী প্রধান সড়ক, মাইজদীতে একটি দোতলা বিল্ডিং-এর খোঁজ পেয়ে মরহুম ওয়ালী উল্যাহ মিয়া (কন্ট্রাক্টর)সহ মরহুম মফিজুল হায়দার চৌধুরী সাহেবের লইয়ার্স কলোনির বাসায় যাই। নোয়াখালীতে কর্মমুখী শিক্ষা চালু করতে চাই শুনে তিনি খুবই অভিভূত হয়ে সহজ শর্তে দোতলা বিল্ডিংটি ভাড়া দিতে রাজি হন। চৌধুরী মঞ্জিল নামের দোতলা বিল্ডিংটি চার বছরের জন্য ভাড়া নিই। নিজস্ব ভবনে না যাওয়া পর্যন্ত প্রায় ১৫ বছর সেই দোতলা চৌধুরী মঞ্জিল আমরা ব্যবহার করি। বিল্ডিং-এর ব্যবস্থা হওয়ার পর কয়েকটি গাছ ক্রয় করে প্রয়োজনীয় ফার্নিচার বানানোর ব্যবস্থা করি। প্রতিষ্ঠানের নাম ঠিক হয় “ইনস্টিটিউট অব কম্পিউটার সাইন্স, বিজনেস অ্যান্ড টেকনোলজি”। ১৪-১১-২০০১ইং তারিখে অগ্রণী ব্যাংক, মাইজদী কোর্ট শাখায় প্রতিষ্ঠানের নামে একটি চলতি হিসাব খুলি।

    বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চাহিদা মোতাবেক নিম্নোক্ত সম্মানিত ব্যক্তিদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করি ঃ
    ১। প্রফেসর এমদাদুল হক চৌধুরী (মরহুম), মহাপরিচালক (অবঃ), কারিগরি শিক্ষা অধিদপ্তর
    ২। জনাব মোঃ আবদুল হালিম (মরহুম), পরিচালক (ভোকেশনাল) (অবঃ), কারিগরি শিক্ষা অধিদপ্তর
    ৩। প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, চেয়ারম্যান, ইম্পালস কম্পিউটার লিঃ (বর্তমানে আমেরিকায় বসবাসরত)
    ৪। প্রকৌশলী মোস্তফা মোঃ ইকবাল, চেয়ারম্যান, আইকন ম্যানেজমেন্ট লিঃ (বর্তমানে কানাডায় বসবাসরত)
    ৫। মোঃ ওয়ালী উল্যাহ মিয়া (মরহুম) (কন্ট্রাক্টর), স্বত্বাধিকারী, মেসার্স এসবি ট্রেডার্স, মাইজদী, নোয়াখালী
    ৬। জনাব মফিজুল হায়দার চৌধুরী (মরহুম), বিশিষ্ট ক্রীড়া সংগঠক (চৌধুরী মঞ্জিলের মালিক)
    ৭। মামুনুর রহমান সিদ্দিকী (মরহুম), ব্যবস্থাপনা পরিচালক, এম. আবদুল্লাহ অ্যান্ড সন্স।

    ছবি ঃ ===

    উপদেষ্টা কমিটির ধারাবাহিকতায় প্রথম ব্যবস্থাপনা কমিটি গঠন করি ঃ
    ১। ইঞ্জিনিয়ার মোঃ নুরুল হক সভাপতি
    ২। মিসেস জাহানারা হক সহ-সভাপতি
    ৩। মোঃ আবদুল হক সদস্য
    ৪। মোঃ আশরাফুল হক সদস্য
    ৫। মোঃ ইমদাদুল হক সদস্য
    ৬। সাইফ উদ্দিন মোঃ আলমগীর সদস্য

    মরহুম ইস্রাফিল স্যার, চীফ ইনস্ট্রাক্টর (মেকা.) (অবঃ) অধ্যক্ষ হিসেবে ১ জুলাই ২০০০ইং তারিখে ইনস্টিটিউট অব কম্পিউটার সাইন্স, বিজনেস অ্যান্ড টেকনোলজি-তে যোগদান করেন। তখন বেসিক ট্রেড চালু করার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে আবেদন করি। কম্পিউটার, ইলেকট্রিক্যাল, রেডিও, টিভি এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং ল্যাব-এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করি। শিক্ষক ও কর্মচারী নিয়োগসহ অন্যান্য কার্যক্রম দ্রুত চলতে থাকে। বেসিক ট্রেডের পর ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স চালুর জন্যও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে আবেদন করি।